যারজন্য মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে থাকবে এবং বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে একের পর এক শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া একের পর এক শক্তিশালী নিম্নচাপ ইন্দোচায়না অঞ্চল পেরিয়ে বঙ্গোপসাগরে এসে নিম্নচাপ সৃষ্টি করবে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আপাতত জুলাইয়ের শেষ ১৫ দিনের মধ্যে কমপক্ষে ২টি গভীর নিম্নচাপের সম্ভাবনা পাওয়া যাচ্ছে।
জুলাই মাসের ১৭ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ২৩ থেকে ৩০ তারিখের মধ্যে অপর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সাধারণত জুলাই মাসে তৈরি হওয়া নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা অনুসরণ করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে থাকে। সেক্ষেত্রে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ প্রবেশ ও সর্বাধিক প্রভাবিত হবার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক সিস্টেমের বিষয়ে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল কি বলছেন দেখে নিন। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল জানাচ্ছেন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পরে বঙ্গোপসাগরে ম্যাডেন জুলিয়ান ওশিলেশন সক্রিয় হয়ে উঠবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এম জে ও ফেজ ৩ হয়ে চতুর্থ সপ্তাহের মধ্যে ফেজ ৬ এর দিকে অগ্রসর হবে ফেজ ৪ ও ৫ এর মধ্যে দিয়ে যারজন্য বঙ্গোপসাগরের পাশাপাশি পশ্চিম প্রশান্ত মহাসাগর শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির অনুকূল হয়ে উঠবে এর পাশাপাশি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের জন্য প্রয়োজন হলো কেলভিন ও ইকুইটরিয়াল রসবি ওয়েভ যা পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর অবস্থান করার সম্ভাবনা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে জুলাই মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে। এম জে ও বঙ্গোপসাগরের পাশাপাশি মেরিটাইম কন্টিনেন্ট ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর সক্রিয় হয়ে ওঠার জন্য নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরে নেমে আসবে এবং শক্তিশালী হয়ে উঠবে।
সেই সঙ্গে বঙ্গোপসাগর নিজে নিম্নচাপ সৃষ্টির অনুকূল হয়ে উঠবে এবং প্যাসিফিক ওশেন শক্তিশালী হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগর নিজে নিম্নচাপ সৃষ্টি করতে পারে বা পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করে শক্তিশালী হয়ে উঠতে পারে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল মনে করছেন ১৭ থেকে ২৩শে জুলাইয়ের মধ্যে সৃষ্টি হতে চলা সিস্টেম বঙ্গোপসাগর নিজে তৈরী করার সম্ভাবনা বেশি বা প্যাসিফিক নিম্নচাপ ও বঙ্গোপসাগরের নিজস্ব ঘূর্ণাবর্তের সমন্বয়ে প্রথম সিস্টেম তৈরি হতে পারে এবং দ্বিতীয় সিস্টেম পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে।
৯ই জুলাই ২০২৩
No comments:
Post a Comment