নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা বেশ ভালই বৃষ্টি পেতে শুরু করেছে গতকাল রাত থেকে। দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপে গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৮৫ মিলিমিটার। পূর্ব মেদিনীপুরের দীঘায় গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৮০ মিলিমিটার। প্রতিবারের মতো এবারও নিম্নচাপে কোথাও ভালো বৃষ্টি হচ্ছে আবার কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে আবার কোথাও একেবারে বৃষ্টিই হচ্ছে না। যে সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে না সেখানে ভ্যাপসা গরম চরমে পৌঁছে যাচ্ছে। তবে চিন্তা নেই আগামী ৪৮ ঘন্টায় হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সবাই বৃষ্টি পেয়ে যাবে চিন্তার কারণ নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৫ই জুলাই ২০২৩
No comments:
Post a Comment