বঙ্গোপসাগরে নিম্নচাপ। সুন্দর অকাল শরৎকালীন মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজিত হবে দক্ষিণবঙ্গে - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, July 18, 2023

বঙ্গোপসাগরে নিম্নচাপ। সুন্দর অকাল শরৎকালীন মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজিত হবে দক্ষিণবঙ্গে

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যারজন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় সুন্দর শরৎকালীন মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজিত হবে দক্ষিণবঙ্গে। কখনো ঝকঝকে রোদ আবার কখনো হঠাৎ করে আকাশ কালো হয়ে বৃষ্টি আবার পরক্ষণেই পাসিং সাওয়ার দিয়ে মেঘ সরে গিয়ে আবার ঝকঝকে রোদ যেন প্রকৃতি ঘোর বর্ষাতেই সেজে উঠবে শরতের সাজে। নিম্নচাপ ওড়িশা উপকূলে তৈরি হবার জন্য ও মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা ওড়িশার উপর নেমে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে পূবালী বাতাসের দাপট বাড়বে। আর দক্ষিণবঙ্গজুড়ে দেখা যাবে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, নানা রকম মেঘ বৈচিত্র্য সুন্দর সূর্যদয় ও সূর্যাস্ত। মাঝেমধ্যে পাসিং সাওয়ারের ঘনকালো মেঘে চিরে তৈরি হবে রংধনু। তাই যারা আকাশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই আবহাওয়া দারুন হবে। তবে মাঝেমধ্যে পাসিং সাওয়ার হলেও ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। দক্ষিণবঙ্গে মনোমুগ্ধকর মেঘ ও রোদের খেলা চললেও ওড়িশা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় রাজ্যে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গবাসীদের অকাল শরৎকালীন আবহাওয়া নিয়ে ও থেমে থেমে মাঝেমধ্যে পাসিং সাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
১৮ই জুলাই ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......