সেরকম বৃষ্টি নেই তবে স্কাই ফটোশ্যুটের আদর্শ আবহাওয়ার মেয়াদ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, July 20, 2023

সেরকম বৃষ্টি নেই তবে স্কাই ফটোশ্যুটের আদর্শ আবহাওয়ার মেয়াদ আরও বাড়বে দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে টুকটাক বৃষ্টি হলেও সেই দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখন অথৈ জলে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেরকম বৃষ্টি না দিলেও সুন্দর সুন্দর স্কাই ফটোশ্যুটের আদর্শ আবহাওয়া তৈরি করেছে দক্ষিণবঙ্গে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের তৈরি হওয়া নিম্নচাপ ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ওড়িশার মধ্যে দিয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের উপর পূবালী বাতাসের দাপট পড়ার জন্য নিম্নচাপের বেশিরভাগ মেঘমালা সিফ্ট হয়ে গেছে ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা , অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্রের দিকে যারজন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হা তবে নিম্নচাপ ও ময়েশ্চার ইনকারশনের কারণে আগামী ৭২ ঘন্টায় মাঝেমধ্যে বৃষ্টি হবে আবার তা থেমেও যাবে। কখনো ঝকঝকে রোদ্দুর ও নীলাকাশে মেঘ রোদ্দুর লুকোচুরি খেলা চলবে আবার কখনো আকাশ সাময়িক সময়ের জন্য কালো মেঘে ঢেকে যাবে একদফা বৃষ্টি আবার ঝকঝকে রোদ্দুর বা মেঘরোদ লুকোচুরি খেলা চলবে। নানারকম বর্ণময় মেঘ, রামধনু, অপরূপ সুন্দর সূর্যদয় ও সূর্যাস্ত সাথে ছদ্ম শরৎকালীন সুন্দর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে আদ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে দক্ষিণবঙ্গজুড়ে। উপকূলে মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যাবে। ২৫ থেকে ২৯শে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে ওই নিম্নচাপ ওড়িশার দিকে অগ্রসর হবে যারজন্য সমগ্র জুলাই মাসের শেষ জুড়ে সুন্দর শরৎকালীন আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে ক্ষণস্থায়ী বিক্ষিপ্ত ভাবে বা কয়েকদফায় বৃষ্টি ছাড়া তেড়ে দিনরাত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত সমগ্র জুলাই মাসজুড়ে সুন্দর আকাশের ফটোগ্রাফির আদর্শ আবহাওয়া বিরাজ করবে।
২০শে জুলাই ২০২৩

1 comment:

  1. বর্ষার বৃষ্টি কবে হবে, ঝেড়ে কাশুন।

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......