বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। দুদিন কিছুটা বৃষ্টি বাড়লেও ফের বৃষ্টি কমবে কাল থেকে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 22, 2023

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। দুদিন কিছুটা বৃষ্টি বাড়লেও ফের বৃষ্টি কমবে কাল থেকে।

নিজস্ব সংবাদদাতা: ২১ ও ২২শে জুলাই ২০২৩ বৃষ্টি কিছুটা বাড়লেও কাল থেকে আবারো কমবে বৃষ্টি। অন্যদিকে ২৫শে জুলাই ২০২৩ এর আশপাশে বঙ্গোপসাগরে আরেকটি ওড়িশা উপকূলের দিকে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে যার জন্য পূবালী বাতাসের দাপট আবার বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। পূবালী বাতাস বাড়া মানে ফের আরো একবার ঝকঝকে নীলাকাশে পেঁজা তুলোর মত মেঘের উপস্থিতি এবং আকাশ কালো করে মাঝেমধ্যে পাসিং সাওয়ার। আবার স্কাই ফটোগ্রাফির আদর্শ সময় শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। তবে আসন্ন নিম্নচাপের প্রভাবে জুলাই মাসের ২৭ তারিখ বা তার পর থেকে দফায় দফায় বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। আপাতত ২৩শে জুলাই থেকে ২৬শে জুলাই ২০২৩ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বা মাঝেমধ্যে কিছুটা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও দিনভর বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। ২৭শে জুলাই ২০২৩ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। ২৭ শে জুলাই থেকে ২৯শে জুলাই ২০২৩ পর্যন্ত মাঝেমধ্যে বৃষ্টি ও কিছু সময় কিছুটা ভারী বৃষ্টি হলেও হতে পারে। মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যাবে। তবে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে দক্ষিণবঙ্গজুড়ে। 
২২শে জুলাই ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......