২৫শে জুলাই ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি। ২৬শে জুলাই আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের রূপ ধারণ করতে চলেছে নিম্নচাপটি। নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘন্টায় দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। নিম্নচাপের প্রভাবে হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা ও ২৪ পরগণা জেলাসমূহে মাঝেমধ্যে ভারী বৃষ্টির সঙ্গে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা যথেষ্ট উত্তাল থাকবে। জলচ্ছাসের সতর্কতা আগামী ৭২ ঘন্টায় ওই সমস্ত অঞ্চলে। নিম্নচাপটি ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে যারজন্য জুলাই মাসের শেষে ও আগষ্টের প্রথম দিকে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায়। বয়ে যাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া।
দেখা যাক।আজ কিছুটা বৃষ্টি হয়েছে। আগামীকাল কি হবে কে জানে। সন্ধ্যায় আকাশ পরিষ্কার।
ReplyDelete