পশ্চিমবঙ্গ উপকূলে অতি গভীর নিম্নচাপের (DD) সম্ভাবনা।দুর্যোগ ও ভারীবৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 29, 2023

পশ্চিমবঙ্গ উপকূলে অতি গভীর নিম্নচাপের (DD) সম্ভাবনা।দুর্যোগ ও ভারীবৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: ওড়িশা- অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘনীভূত গভীর নিম্নচাপের রামিনেন্ট ওড়িশা হয়ে ঘূর্ণাবর্ত হিসাবে ২৯শে জুলাই ২০২৩ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পতিত হয়েছে যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরো দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে কিছুটা অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে। সিস্টেমটি ৩১শে জুলাই থেকে ১লা আগষ্টের মধ্যে ঐ অঞ্চলেই কিছুটা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে ক্রমশ শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপ ও পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি ২ থেকে ৩রা আগষ্ট ২০২৩ এর মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার আগে আরো কিছুটা ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে উইণ্ড শেয়ার কম থাকার কারনে ও শেয়ার টেন্ডেন্সি হ্রাস পাওয়ার কারণে সিস্টেমটি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখার সাপোর্ট থাকার কারণে সিস্টেমটি শক্তিশালী হয়ে উঠবে এবং বঙ্গোপসাগরে এম জে ও সাপোর্ট থাকায় এবং অনুকূল সমুদ্র জলতল তাপমাত্রা থাকার কারনে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল। সিস্টেমটি বঙ্গোপসাগরে তৈরি হবার পর উত্তর উত্তর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সিস্টেমটি পশ্চিমবঙ্গের দীঘা থেকে সুন্দরবনের মধ্যে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ৩১শে জুলাই থেকে ১লা আগষ্টের মধ্যে বৃষ্টি ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। হাওড়া হুগলি মেদিনীপুর কলকাতা ২৪ পরগণা ও নদীয়া জেলায়। এর পাশাপাশি পশ্চিমাঞ্চলে ভালোই বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ১ থেকে ৪ঠা আগষ্ট ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই ২৪ পরগণা, নদীয়া, বাঁকুড়া পুরুলিয়া জেলায় মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বয়ে যাবে দমকা থেকে প্রবল ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ৪০ থেকে ৬০+ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বাতাসের গতি আরো বেশি হতে পারে উপকূলীয় এলাকায়। দুর্যোগ ও বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে ২ থেকে ৩রা আগষ্ট ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে। ১লা আগষ্ট থেকে ৪ঠা আগষ্ট ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার সমুদ্র যথেষ্ট উত্তাল হয়ে উঠবে রয়েছে জলচ্ছাসের সতর্কতা। ৩১শে জুলাই থেকে ১লা আগষ্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
২৯শে জুলাই ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......