30/7/2023
বিগত বেশ কয়েকদিন ধরে একটি খবর খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে সেটি হচ্ছে এই বছরের জুলাই মাস বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম জুলাই মাস । এবং এই উষ্ণতা বাড়ার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় , এ বছরে জুলাই মাসে বিগত বছরের তুলনায় প্রায় ৪০% কম বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এখনো পর্যন্ত । বর্ষাকালের এই ভরা মরশুমে যখন গরমের দাপটে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এক নিম্নচাপের ভ্রুকুটি । বর্তমানে এই নিম্নচাপ অবস্থান করছে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং ক্রমাগত আরো শক্তি বাড়াচ্ছে । উল্লেখ্য যে আগামী তিন দিনের এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমাগত উত্তর -উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে যার ফলস্বরূপ আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যার প্রভাব পড়বে মূলত দক্ষিণ 24 পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এ , এছাড়াও বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া হাওড়া কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী তিন - চার দিনের মধ্যে । এছাড়াও সমগ্র দক্ষিণবঙ্গে এর প্রভাব লক্ষ্য করা যাবে , এছাড়াও উড়িষ্যা, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে । বৃষ্টিপাতের সাথে সাথে 50-70 kmph গতিবেগে হাওয়া বইতে পারে এই গভীর নিম্নচাপের প্রভাবে । তবে স্বাভাবিকভাবে এই গরমের হাত থেকে নিম্নচাপের ফলে কিছুটা নিস্তার পাওয়া গেলেও আগামী দিনে এই ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে । Easterly প্রবাহের ফলে নিম্নচাপের পশ্চিম দিকের এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কারণ বছরের এই সময় প্রবাহের ফলে পূর্ব থেকে পশ্চিম দিকে হাওয়ার গতিবেগ থাকে ফলস্বরূপ পশ্চিম দিকের অঞ্চলগুলিতে বেশি প্রভাব থাকবে বৃষ্টির । তাই আসন্ন দিনে সবাই সাবধানে থাকবেন , সতর্ক থাকবেন ।
No comments:
Post a Comment