বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ। পরিণত হতে পারে ক্রান্তীয় ঝড়ে। বঙ্গে প্রভাব। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, July 31, 2023

বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ। পরিণত হতে পারে ক্রান্তীয় ঝড়ে। বঙ্গে প্রভাব।

নিজস্ব সংবাদদাতা:আমরা সকলেই জানি একটি নিম্নচাপ অবস্থান করছে পূর্ব বঙ্গোপসাগরে , তবে বর্তমান পরিস্থিতি বিচার করে লক্ষ্য করে যাচ্ছে এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । বর্তমানে নিম্নচাপটি সাগরদীপের ৪০০-৪৫০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং বর্তমানে নিম্নচাপটির কেন্দ্রে চাপ ৯৯২ lb তাই আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি নিজের শক্তি আরো বাড়িয়ে বাংলাদেশের উপকূলে দিয়ে প্রবেশ করবে এবং বরিশালের ওপর দিয়ে এটি ক্রমাগত উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে , তারপরে এই অতি গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের হাওড়ার ওপর দিয়ে অগ্রসর হয়ে ক্রমাগত ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের ওপর দিয়ে বয়ে যাবে । বাংলাদেশের উপকূলবর্তী ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কখনো কখনো হাওয়ার দাপট থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার , পরবর্তী সময়ে যখন এই নিম্নচাপ টি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে তখন তার হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কখনো কখনো ৪৫ কিলোমিটার । সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ করা যাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চল গুলিতে । এছাড়াও এই নিম্নচাপের বিস্তীর্ণ প্রভাব পড়বে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ে । দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে তাই আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে । একসাথে এই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও জল জমার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে । তাই আগামী তিন দিন সবাইকে সতর্ক এবং সাবধান থাকার অনুরোধ জানানো হচ্ছে ।
৩১শে জুলাই ২০২৩ (রাত ৯টা)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......