সকাল থেকেই মহেশতলায় ঢুকে পড়ছে একের পর এক ভারীবৃষ্টির স্পেল। একঘেয়ে বৃষ্টি কমবে কবে? - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 07, 2023

সকাল থেকেই মহেশতলায় ঢুকে পড়ছে একের পর এক ভারীবৃষ্টির স্পেল। একঘেয়ে বৃষ্টি কমবে কবে?

নিজস্ব সংবাদদাতা: ভোটের আগের দিন আকাশের মুখ ভার দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও তৎসংলগ্ন এলাকায়। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টি হয়ে চলেছে মহেশতলায়। শুধু মহেশতলাই নয় ডায়মণ্ড হারবার বারুইপুর, কলকাতা হাওড়া সহ হাওড়া কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে আকাশের মুখ ভার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ স্থলভাগ অতিক্রম করেছে এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা যারজন্য দক্ষিণবঙ্গের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তি দেখা যাচ্ছে। প্রদত্ত সিস্টেমের প্রভাবেই মহেশতলা জুড়ে এখন বৃষ্টির মরশুম। ভোটের দিনেও মহেশতলা বজবজ সহ দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ জুলাই ২০২৩ থেকে মহেশতলা ও তৎসংলগ্ন এলাকায় কমবে বৃষ্টি। বাড়বে ভ্যাপসা গুমোট গরম। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ই জুলাই ২০২৩

1 comment:

  1. Acha aaj k Sara din bikhipto bhabe bristi cholbe Kolkata and adjoining areas te

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......