উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে মেঘফাটা বৃষ্টির ভ্রুকুটি। হিমাচল, উত্তরাখণ্ডে ধ্বসের আশঙ্কা। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, July 09, 2023

উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে মেঘফাটা বৃষ্টির ভ্রুকুটি। হিমাচল, উত্তরাখণ্ডে ধ্বসের আশঙ্কা।

নিজস্ব সংবাদদাতা: জন্মু ও কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও মেঘফাটা বৃষ্টির সতর্কতা ৯ ও ১০ই জুলাই ২০২৩ অর্থাৎ আগামী ৪৮ ঘন্টায় সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার পশ্চিম প্রান্ত বা Western End বর্তমানে পাঞ্জাব, চণ্ডীগড় থেকে বিস্তৃত হয়েছে হিমালয় পাদদেশীয় অঞ্চল দিয়ে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আফগানিস্তান ও উত্তর পাকিস্তান সীমান্তে। পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মেঘফাটা বৃষ্টি, হড়পাবান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সকল পর্যটকদের ভারী থেকে অতিভারী বৃষ্টি, ধস, হড়পাবান ও মেঘফাটা বৃষ্টি থেকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল জানাচ্ছেন সাবট্রপিক্যাল ওয়েদার সিস্টেমের সঙ্গে ট্রপিক্যাল ওয়েদার সিস্টেমের মার্জ আপের কারণেই উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চল অর্থাৎ জন্মু ও কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ড এমন একটি যায়গা যেখানে বর্ষাকালে মাঝেমধ্যেই শক্তিশালী ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর সঙ্গে মনসুনাল সিস্টেম মার্জ আপ হয়ে থাকে। এই মুহূর্তে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আফগানিস্তান -পাকিস্থান ও তৎসংলগ্ন এলাকায়। এই সিস্টেমের সঙ্গে মনসুন ট্রাফ ও ঘূর্ণাবর্ত সংযুক্ত হবার কারণে বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে ও ফুটহিলস অঞ্চলে। যার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চল ও পাদদেশীয় অঞ্চলে।
৯জুলাই ২০২৩ (সকাল)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......