৪ঠা জুলাই ২০২৩
নিজস্ব সংবাদদাতা: জুলাই মাস পড়া থেকে হুগলি জেলায় বেড়ে গেছে আরও বজ্রপাতের প্রবণতা। বিগত বছরগুলোর তুলনায় ২০২৩ সালে হুগলি জেলায় দেখা যাচ্ছে মাঝেমধ্যেই তীব্র থেকে তীব্রতর বজ্রপাত। বৃষ্টি হচ্ছে কম অথচ ঘনঘন বজ্রপাতে জনজীবন মাঝেমধ্যেই অতিষ্ঠ হয়ে পড়ছে। কেন এমন হচ্ছে?? বর্ষার সময় আমরা জানি প্রচুর বৃষ্টি হয়ে থাকে বজ্রপাত কম থাকে কিন্তু ২০২৩ সালে বর্ষার বৃষ্টিতে থাকছে তীব্র থেকে তীব্রতর বজ্রপাত হুগলি জেলায়। শুধু হুগলি নয় সমগ্র দক্ষিণবঙ্গেই বেড়েছে বজ্রপাতের প্রবণতা। এব্যাপারে কি জানাচ্ছেন ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের হুগলি জেলার ধনিয়াখালি নিবাসী ওয়েদার অবসারভার ও জুনিয়র আবহাওয়াবিদ অর্ণব চক্রবর্তী?? জেনে নেওয়া যাক। তিনি মনে করছেন হুগলি জেলায় বর্ষাকালে দুধরনের বজ্রবিদ্যুৎ চোখে পড়ছে ১) মুহুর্মুহু বজ্রপাত ও বিপজ্জনক বজ্রবিদ্যুৎ ২) ভারী বৃষ্টির পাশাপাশি কম কিন্তু বেশ কিছু যায়গায় খুব বিপজ্জনক বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। বেড়েছে ভয়াবহ ক্লাউড টু গ্রাউন্ড লাইটেনিং স্ট্রাইক এর প্রবণতা। তিনি পর্যবেক্ষণ করেছেন হুগলি জেলায় বর্ষাকালে বৃষ্টির প্রকৃতি বেশিরভাগ সময় বিক্ষিপ্ত ধরণের হচ্ছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকছে। তিনি এর মূল কারণ হিসেবে মনে করেছেন এলনিনোকে। এল নিনোর প্রভাবে বর্ষাকালের মধ্য ও উচ্চ বায়ুমণ্ডলে যে পূবালী বাতাস থাকার কথা এবারে এলনিনোর প্রভাবে কম রয়েছে। এর পাশাপাশি পূবালী বাতাসের দাপট কম থাকায় মেঘের গতি শ্লথ হয়ে যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে পশ্চিমা বাতাসের প্রবাহ দেখা যাচ্ছে। যারজন্য মেঘ খুব দ্রুত হারে শক্তিশালী হয়ে প্রবল বজ্রপাত ঘটাচ্ছে হুগলি জেলায় মাঝে মাঝেই। মৌসুমী অক্ষরেখা বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের উপরেই ঘাঁটি গেড়ে বসে রয়েছে যার জন্য দক্ষিণবঙ্গজুড়ে পূবালী বাতাসের প্রবাহ কমেছে এবং প্রবল বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে শক্তিশালী কোনো নিম্নচাপ তৈরি হয়নি যার দ্বারা বর্ষার লাগাতার ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই জুলাই মাসে তীব্র বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে হুগলি জেলায়। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা পরবর্তী ৪৮-৭২ ঘন্টার মধ্যে ওড়িশা উপকূলে প্রবেশ করতে পারে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হিসেবে যার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় বিক্ষিপ্ত থেকে কোনো কোনো সময় দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র বজ্রপাতের সতর্কতা হুগলি জেলায় রয়েছে সমগ্র জুলাই মাসজুড়ে।
No comments:
Post a Comment