গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে। কবে কাটবে মেঘলা আকাশ ও বৃষ্টি দক্ষিণবঙ্গে? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, August 02, 2023

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে। কবে কাটবে মেঘলা আকাশ ও বৃষ্টি দক্ষিণবঙ্গে?

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ উপকূলে ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপ ১লা আগষ্ট ২০২৩ গভীর রাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে যার জন্য ১লা আগষ্ট ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর যত রাত বাড়তে থাকে তত বাড়তে থাকে ঝোড়ো হাওয়ার গতি এর পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। ২রা আগষ্ট ২০২৩ ভোর থেকে বৃষ্টি বাড়তে শুরু করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের উপর। ২রা আগষ্ট দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি ও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ২রা আগষ্ট ২০২৩ বিকালে নিম্নচাপটি গভীর নিম্নচাপ হিসাবে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় আরো দুর্বল হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও ২রা আগষ্ট ২০২৩ বিকালেও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে। ২৪ থেকে ৪৮ ঘন্টায় মৌসুমী অক্ষরেখা ও ময়েশ্চার ইনকারশনের প্রভাবে দফায় দফায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং তারপর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২রা আগষ্ট ২০২৩ (সন্ধ্যা)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......