৩রা আগষ্ট ২০২৩
নিজস্ব সংবাদদাতা: মহেশতলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বাড়বে আগামী ৩ দিনে প্রচণ্ড ভ্যাপসা গুমোট গরম। নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে মধ্যভারতের দিকে দুর্বল হয়ে অগ্রসর হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবার কারণে মহেশতলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে এসেছে দেখা দিয়েছে রোদ্দুর। এর পাশাপাশি আজ থেকেই ধীরে ধীরে বাড়ছে ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম যা আগামী দিনে আরো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮-৭২ ঘন্টায় মহেশতলা বজবজ ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৬°সে এর আশেপাশে। মহেশতলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট অঞ্চলে বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে যা ক্ষণস্থায়ী। মহেশতলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে কিছু কিছু সময় মেঘাচ্ছন্ন। উত্তরবঙ্গের হিমালয় পাদদেশীয় অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী তিনদিন সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই।
No comments:
Post a Comment