উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা তাঁরা স্বাভাবিক অবস্থান থেকে সামান্য উত্তরে ঝুঁকে পূর্ব ভারতীয় জেলা যেমন উত্তর প্রদেশ , ঝাড়খণ্ড , বিহার ও পশ্চিমবঙ্গের কোচবিহারের উপর অবস্থান করছে৷ এছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশের উপর । সেই কারণে পূর্ব ভারতের প্রায় সবগুলি রাজ্যেই টানা বৃষ্টির প্রভাব দেখা যাবে এবং এই সপ্তাহ থেকে তা আবারও বাড়বে কারণ মৌসুমী অক্ষরেখার অবস্থান ৷ মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির তাণ্ডব চলবে পশ্চিমবঙ্গে৷ এই সিস্টেমের প্রভাবের ফলে পূর্ব ভারতে বৃষ্টির দাপট দেখা দিতে পারে ৷ এই সপ্তাহ জুড়েই বৃষ্টির তাণ্ডব দেখা দেবে এছাড়াও উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি বাড়তে চলেছে মৌসুমী অক্ষরেখা এর অবস্থান এর কারণে । তাই ভরা বৃষ্টি তে ভাসতে চলেছে গোটা বাংলা এবং গোটা পূর্ব ভারত । পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এর জন্যে ধস নামতে পারে তাই পাহাড়ি অঞ্চলে বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হচ্ছে । এছাড়াও অনেক জায়গায় সাময়িক জল জমার মতন সমস্যাও দেখা দিতে পারে । সকলে সতর্ক থাকুন , সুস্থ থাকুন ।
cyclone
Tuesday, August 15, 2023
Home
Unlabelled
আগামী দিনে আবহাওয়া নিয়ে সতর্কতা রাজ্যে .. চলবে ভরা বর্ষার তাণ্ডব রাজ্য জুড়ে ।
আগামী দিনে আবহাওয়া নিয়ে সতর্কতা রাজ্যে .. চলবে ভরা বর্ষার তাণ্ডব রাজ্য জুড়ে ।
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment