আকাশে নিম্নচাপের ভ্রুকুটি , বর্তমানে নিম্নচাপের অবস্থান কোথায় ? আর এর কিরূপ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে তা এক নজরে জেনে নিন । - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, August 17, 2023

আকাশে নিম্নচাপের ভ্রুকুটি , বর্তমানে নিম্নচাপের অবস্থান কোথায় ? আর এর কিরূপ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে তা এক নজরে জেনে নিন ।

বর্তমানে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী , আকাশে রোদ দেখে বের হলেও মাত্র কিছুক্ষণের মধ্যে ঘন জমাট কালো মেঘে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টিপাত যেন থামতেই চায়না , তার ওপর আবার মাথায় নিম্নচাপের ভ্রুকুটি , সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান , এক দিক থেকে বলা যেতে পারে, বৃষ্টিপাত পাওয়ার জন্য আদর্শ এবং অনুকূল পরিস্থিতিতে অবস্থান করছে বাংলা বিশেষ করে দক্ষিণবঙ্গ । উত্তরবঙ্গে বর্তমানে দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে , আগামী বেশ কিছুদিনও এরকমই চলতে থাকবে । কিন্তু অপরদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা আশঙ্কাজনক, তার জন্য মূলত দায়ী মৌসুমী অক্ষরেখার অবস্থান , বর্তমানে ভারতবর্ষের উপর মৌসুমী অক্ষরেখার অবস্থান হচ্ছে উত্তরে উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরি থেকে ঝাড়খন্ড দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরের উপর অবস্থিত সাইক্লনিক সার্কুলেশন পর্যন্ত বিস্তৃত হয়েছে এর ফলস্বরূপ দক্ষিণবঙ্গে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে । অপরদিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে যা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূল তৎসংলগ্ন এলাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছুকে জেলায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাছলি ও কোথায় কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে প্রভাবিত জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , দক্ষিণ ২৪ পরগনা , ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়াও কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । উল্লেখিত অঞ্চলগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে । তাই এরূপ পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ খানিকটা বাড়তে চলেছে । সর্বোপরি বলা যায় আগস্ট মাসে বাংলা আসলেই বর্ষা মরসুম উপভোগ করছে । এছাড়াও এই সময় জ্বরে কাবু অনেকে  তাই এই ভরা বর্ষায় সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......