১৭ ই আগস্ট ২০২৩ (রাত ৮টা)
নিজস্ব সংবাদদাতা: দীঘা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ও ওড়িশা উপকূলে দফায় দফায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, জৌনপুর ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ ও গুমলা পশ্চিমবঙ্গের দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপটি আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী অক্ষরেখা অনুসরণ করে ওড়িশা -পশ্চিমবঙ্গ উপকূল বা ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উভয় ২৪ পরগণা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আগামী ৪৮ ঘন্টায় সামান্য কিছুটা শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। নিম্নচাপের প্রভাব উপকূলীয় এলাকায় বেশি পড়লেও দক্ষিণবঙ্গের উপরের দিকে থাকা জেলাগুলোতে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম বর্ধমান জেলায় নিম্নচাপের প্রভাবে কম পড়বে। বিক্ষিপ্ত ভাবে ওই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র দক্ষিণবঙ্গেই আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ থেকে প্রধানত মেঘলা কোনো কোনো সময় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ঘন্টায় ২৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে যা সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা -পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার সমুদ্র যথেষ্ট উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
No comments:
Post a Comment