আগামী ৪৮-৭২ ঘন্টায় ভাসতে চলেছে উত্তর প্রদেশ !? ঠিক কবে এবং কেন উত্তরপ্রদেশে বৃষ্টি বাড়তে চলেছে, তা এক নজরে জেনে নেওয়া যাক....
বর্তমানে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যার জে রে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তর প্রদেশ। প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে উত্তরপ্রদেশে । বিশেষ করে আগামী ২২ শে আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া আশঙ্কা থাকছে । মৌসুমী অক্ষরেখার এরূপ অবস্থানের কারণে পর্বত পাদদেশ জেলা গুলি অর্থাৎ উত্তর প্রদেশের উত্তর দিকের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি থাকছে। বিশেষ উল্লেখ খুঁজে সিদ্ধার্থ নগর , শ্রাবস্তী , শাহাজাহানপুর , পিলভিট , লখিমপুর খেরি , বারেলি , বলরামপুর , কুশি নগর , সিতাপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে । তবে আগামী দিনে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরে সরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে । ২২ থেকে ২৫ শে আগস্ট পর্যন্ত প্রায় সমগ্র উত্তর প্রদেশ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে । তারপরে ক্রমশ বৃষ্টিপাত কমছে উত্তরপ্রদেশের জেলাগুলিতে , তাই সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।
No comments:
Post a Comment