২১শে আগষ্ট ২০২৩ (রাত্রি)
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী ৭২ ঘন্টায়। বিশেষ করে ভারীবৃষ্টিতে ভাসবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং ও উত্তর দিনাজপুর। সিকিমেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ বর্তমানে মধ্যভারতের উপর গিয়ে দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাটি হিমালয় পাদদেশীয় অঞ্চলে চলে গেছে যার জন্য হিমালয় পার্বত্য, তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মৌসুমী অক্ষরেখার লেটেস্ট অবস্থান সম্পর্কে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যালের মত অনুসারে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাটির উভয় প্রান্ত বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অনেক উত্তরে অবস্থান করছে যার জন্য দক্ষিণবঙ্গে ব্রেক মনসুন সহ ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়েছে। মৌসুমী অক্ষরেখাটি পাঞ্জাবের গুরুদাসপুর থেকে উত্তর পূর্ব ভারতের অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের উপর বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গুরুদাসপুর, চণ্ডীগড়, বেরিলি, ফৈজাবাদ, পুর্ণিয়া, বালুরঘাট, ময়মনসিংহ ও সিলেট হয়ে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ১ সপ্তাহ পর্যন্ত সময়সীমার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেখানেই সাময়িক ভাবে বৃষ্টি হবে ও ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গরম অনুভব হবে। মৌসুমী অক্ষরেখা যেহেতু উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে তাই বায়ুর চাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সামগ্রিক ভাবে ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment