দূর্গা দূর্গে দুর্গতিনাশিনী কি এবারে দূর্গাপুজাকে দুর্যোগহীন রাখতে পারবে। কিসের ভয় থাকছে? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, August 24, 2023

দূর্গা দূর্গে দুর্গতিনাশিনী কি এবারে দূর্গাপুজাকে দুর্যোগহীন রাখতে পারবে। কিসের ভয় থাকছে?

নিজস্ব সংবাদদাতা: খাতায় কলমে ভাদ্রমাস হাজির আর সেই সঙ্গে শরতের শুরু হলো আর শরৎকাল পড়া মানেই দূর্গাপুজার কাউণ্টডাউন শুরু। শরৎকাল পড়া মানেই শুরু দূর্গাপুজার ব্যাস্ততা সে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আমজনতা সকলের মধ্যেই। প্রতি বছরই দূর্গাপুজায় মৌসুমী বায়ু থাকার থাকার কারণে কমবেশি বৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো ভারী বৃষ্টির অভিজ্ঞতা লাভ করেছে দূর্গাপুজায় দক্ষিণবঙ্গ। এবছর দূর্গাপুজা দেরি করে পড়েছে তাহলে কি এবারে দূর্গাপুজায় মৌসুমী বায়ুর প্রভাব থাকবেনা?? হবেনা কোনো বৃষ্টি?? ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে যে তথ্য উঠে আসছে মৌসুমী বায়ু কলকাতা থেকে সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা থেকে বিদায় নিয়ে থাকে। যেহেতু দূর্গাপুজা ২০২৩ সালে অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষ দিকে পড়েছে সেক্ষেত্রে মৌসুমী বায়ু দূর্গাপুজার সময় না থাকার সম্ভাবনা বেশি। তবে যেহেতু সরকারি ভাবে মৌসুমী বায়ু বিদায় পরবর্তী পর্যায়ে এবছর দূর্গাপুজা পড়েছে তাই পোস্ট মনসুন ঘূর্ণিঝড় মরশুমের চরম পর্যায়ে দূর্গাপুজা হবে তাই অবশ্যই একটা আশঙ্কা থাকছে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের তবে ঐ আশঙ্কা বাদ দিলে দূর্গাপুজার সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......