কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই ভারীবৃষ্টি। বাংলাদেশ উপকূল হয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, August 25, 2023

কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই ভারীবৃষ্টি। বাংলাদেশ উপকূল হয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ উপকূলে বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলের আকাশ। সকাল থেকেই হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ভারীবৃষ্টি। সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে রয়েছে ভারীবৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গেই। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রঝঞ্ঝা। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উপকূলে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগগুলোতে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং মালদা ও দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বাংলাদেশ উপকূলে বিস্তৃত হবার জন্য ও এর পাশাপাশি পশ্চিমা বাতাস সক্রিয় হবার জন্য একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এককথায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা সমগ্র পশ্চিমবঙ্গজুড়েই।
২৫শে আগষ্ট ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......