২৮শে আগষ্ট ২০২৩
নিজস্ব সংবাদদাতা: মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের বৃষ্টির রেশ কেটে গেছে রবিবার থেকেই। আর রবিবার থেকেই রবির তেজ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ভ্যাপসা গরমে রীতিমতো হাঁস ফাঁস করেছে সমগ দক্ষিণবঙ্গবাসী। বর্ষা চলে গেছে ব্যাকফুটে শুরু হয়েছে ব্রেক মনসুন পিরিয়ড। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনি নেই। বরং আরো বাড়বে গরম আসন্ন দিনে। আগামী ৭২ ঘন্টায় রীতিমতো ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে সেই সঙ্গে রবির তেজে অতিষ্ঠ হবে আমবাঙালি। এই পরিস্থিতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তা অতি স্বল্প পরিসরে হবে। দক্ষিণবঙ্গে তাহলে কবে বাড়বে বৃষ্টি?? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে যার হাত ধরেই দুর্বল হয়ে যাওয়া মৌসুমী অক্ষরেখা সতেজ হবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপের হাত ধরে ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সাথে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নিম্নচাপের হাত ধরে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা দুই ২৪ পরগণা ও নদীয়া জেলায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। এখনো পর্যন্ত যা গতিপথ তাতে নিম্নচাপটি গভীর নিম্নচাপ হিসাবে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে যার জন্য ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ওড়িশার পুরী, পারাদীপ, কটক, ভদ্রক, বালাসোর, চাদবালি, বারিপদা সহ ওড়িশার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

No comments:
Post a Comment