ভ্যাপসা গরমের আশঙ্কার মাঝেই কি নিম্নচাপের ভ্রুকুটি !? কিরূপ থাকতে চলেছে আগামী দিনের আবহাওয়া তা জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, August 27, 2023

ভ্যাপসা গরমের আশঙ্কার মাঝেই কি নিম্নচাপের ভ্রুকুটি !? কিরূপ থাকতে চলেছে আগামী দিনের আবহাওয়া তা জেনে নেওয়া যাক ...

ভ্যাপসা গরমের আশঙ্কার মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি , বেশ কিছুদিন যাবত প্রচন্ড বৃষ্টিতে প্রায় নাজেহাল হয়ে গেছিল বাংলা বাসী , উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি ও কখনো কখনো ভারী বৃষ্টির ফলে রাস্তায় জমে গেছিল জল , কিন্তু বর্তমানে আর সেই ব্যাপক পরিমাণের বৃষ্টির কোন আশা নেই বললেই চলে । কিন্তু ঠিক এরই মাঝে বঙ্গোপসাগরের উপর চোখ পাকাতে চলেছে একটি নিম্নচাপ । তবে এর ফলে আবার ব্যাপক পরিমাণের কোন বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে নেই । উপরন্তু আকাশ ক্রমশ পরিষ্কার হওয়ার ফলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে সারা বাংলা জুড়ে ,রবিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩°সে বৃদ্ধি পেতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় ৩৪-৩৬°সে এর আশেপাশে । বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ এর কাছে ঘুরে নিয়ে গুজরাট পর্যন্ত বিস্তৃত হয়েছে , এবং আরেকটি অক্ষরেখা বিহার পশ্চিমবঙ্গের মালদা বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে । তবে কখনো কখনো স্থায়ী ভাবে কোনো কোনো অঞ্চলে স্থানীয় মেঘের থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে । তবে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধিতে এর কোনো প্রভাব পড়বে না ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......