উত্তরপূর্ব ও মধ্যভারতে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলায় ক্রমশ চড়বে উত্তাপের পারদ ! বৃষ্টিপাত কবে পাবে বাংলা ? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, August 03, 2023

উত্তরপূর্ব ও মধ্যভারতে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলায় ক্রমশ চড়বে উত্তাপের পারদ ! বৃষ্টিপাত কবে পাবে বাংলা ?

নিজস্ব সংবাদদাতা - নমস্কার আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হলেও এবারে ক্রমশ উত্তাপ বাড়বে দক্ষিণবঙ্গে , চলুন এক চোখে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি -

আপাতত দক্ষিণবঙ্গে কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সামান্য সময়ের জন্য হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু  অপরদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে না । এছাড়া যে নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে সেটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করছে ছত্রিশগড় এর উপর । 

ভারতের বাকি অংশের কি অবস্থা তাও একবার দেখে নেওয়া যাক - 

মধ্য ভারতের ছত্রিশগড়ের উপর অবস্থিত নিম্নচাপের ফলে সেই অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ নিম্নচাপ টি আরো উত্তর ও সামান্য উত্তর পশ্চিম দিকে সরতে সরতে উত্তরপ্রদেশে আগামী তিন দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে । দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে ।

তবে সমগ্র উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বর্ষার কারণে ।

তবে আশঙ্কা করা যাচ্ছে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং তা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......