৩১শে আগষ্ট ২০২৩
নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরমে নাজেহাল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আগামী আরো দুদিন চলবে তীব্র অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম। মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর নেমে এলেও তা দুর্বল থাকার কারণে উল্লেখযোগ্য ভাবে বৃষ্টি নামাতে পারছেনা। বৃষ্টি হলেও তা মুলত বিছিন্ন ও স্বল্পস্থায়ী স্থানীয় মেঘ সঞ্চার হয়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। যার পরিসর ভীষণ ভাবে সীমিত থাকছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুধুই তীব্র অস্বস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অব্যাহত রয়েছে। আগামী আরো দুদিন চলবে ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে যা আগামী ৩রা সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে ৩রা সেপ্টেম্বর ও তার পরবর্তী পর্যায়ে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। আপাতত আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৬°সে এর আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬°সে এর আশেপাশে থাকলেও প্রচুর পরিমাণে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বাস্তব অনুভূতি অনেক বেশি থাকবে। যার জন্য ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরমে গলদঘর্ম অবস্থা শরীর জ্বালাজ্বালা ও চিড়বিড় চিড়বিড় করবে।

No comments:
Post a Comment