৪ঠা আগষ্ট ২০২৩ (সকাল ১১.২১ মিনিট)
নিজস্ব সংবাদদাতা: গভীর নিম্নচাপ এখন অতীত। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে গিয়ে ঘাঁটি গেড়েছে। যারজন্য উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী ও বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও ঘর্মাক্ত প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ আগামী ৪৮ ঘন্টায়। সমগ্র দক্ষিণবঙ্গেই আকাশ থাকবে আংশিক মেঘলা ও কোনো কোনো সময় প্রধানত মেঘলা আকাশ থাকবে। ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গরম বিরাজ করবে দক্ষিণবঙ্গজুড়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩-৩৫°সে এর আশেপাশে। বিছিন্ন ভাবে কয়েকটি স্থানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলেও তা থেকে যে বৃষ্টি হবে তা গরম কমানোর যায়গায় ভ্যাপসা গরম আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই অঞ্চলে অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর দার্জিলিং ও কালিম্পং -এ মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।
No comments:
Post a Comment