মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের দিকে গেছে যার ফলে আগামী দিনে কলকাতা , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , বর্ধমান , বীরভূম , বাঁকুড়া , নদিয়া ও দুই মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এছাড়াও উত্তরবঙ্গেও বেশকিছু স্থানে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি । হয়তো এই সুসংবাদে বাংলা বাসীদের বৃষ্টির আকাঙ্ক্ষা কিছুটা হলেও মিটবে তবে বৃষ্টির জন্য তাপমাত্রায় বিশাল কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো না। তবে সাথে একটি দুঃসংবাদও আছে সেটি হচ্ছে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে যে এবছর বর্ষা হয়তো স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কিছুটা তাড়াতাড়ি বিদায় নেবে। যার ফলে এই বছরে সারা ভারতবর্ষের জুড়ে বৃষ্টির বেশ ঘাটতি লক্ষ্য করা যাবে যা মোটেই কাঙ্খিত নয় ।
বর্ষা - এতদিন আমাদের বর্ষা বা বর্ষার বৃষ্টি সম্পর্কে এক অন্যরকম ধারণা ছিল , বর্ষা মানে আমরা বুঝতাম হঠাৎ ঘন কালো মেঘ পুঞ্জিভূত হয়ে আসা এবং মাত্র কিছুক্ষনের মধ্যে হুড়মুড়িয়ে তার থেকে ঝেপে বৃষ্টি একটানা বেশ কিছুক্ষণ ধরে হয়ে যাওয়া কিন্তু বর্তমানে আমরা বর্ষাকে এক অন্যভাবে দেখছি যেখানে বর্ষা মানে হয়তো মাত্রকিছুক্ষনের জন্যে একটু হালকা বৃষ্টি এবং তারপরে কাঠফাটা রোদ ও সাথে ভয়ংকর গরম । এমতাবস্থায় আগামী কিছুদিন হয়তো বাংলা বাসীদের ভাগ্যের পরিবর্তন হতে পারে । যেখানে এখন উত্তর-পূর্বাঞ্চল ছাড়া ভারতবর্ষের বেশিরভাগ অংশই প্রায় অনাবৃষ্টিতে আবৃত বলা চলে সেখানে আগামী কিছুদিন হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টিপাত দফায় দফায় হতে পারে ।
No comments:
Post a Comment