১৩ই সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থেকে ৩৩২ কিলোমিটার দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা জেলায় বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপটি শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলীয় এলাকার সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিম্নচাপটি সমুদ্রের উপর অবস্থান করার জন্য দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় আপাতত রৌদ্রজ্জ্বল আবহাওয়া সহ মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে তবে আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে তত আবহাওয়া খারাপ হতে শুরু করবে বাড়বে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায়। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গের উপরের দিকে থাকা জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকবে সেক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ১৪ ও ১৫ই সেপ্টেম্বর। সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকার সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে।

No comments:
Post a Comment