বিশ্বকর্মা পূজা মানেই হলো যেন বঙ্গবাসীর ঘুড়ির উৎসব।। আবহাওয়া ঘুড়ি ওড়ানোয় সাথ দেবে কি? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, September 17, 2023

বিশ্বকর্মা পূজা মানেই হলো যেন বঙ্গবাসীর ঘুড়ির উৎসব।। আবহাওয়া ঘুড়ি ওড়ানোয় সাথ দেবে কি?

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকর্মা পূজা মানেই হলো ঘুড়ির উৎসব। আকাশে উড়বে নানান রকমের ঘুড়ি পেটকাটা, চাদিয়াল, পাছা, চিল, গ্লাস সহ নানা রকমের ঘুড়ি আকাশ ঘিরে থাকবে। ঘুড়ি ওড়ানোর উপর সবচেয়ে বড়ো ভূমিকা পালন করে আবহাওয়া। আবহাওয়াই ঠিক করে আকাশে ঘুড়ি উড়বে নাকি উড়বেনা মতই লাটাই মানুষের হাতে থাক। ১৮ই সেপ্টেম্বর ২০২৩ সোমবার অর্থাৎ আগামীকাল বিশ্বকর্মা পূজা শুরু হবে সমগ্র পশ্চিমবঙ্গের যায়গায় যায়গায় ঘুড়ির উৎসব। আগামীকালের পূর্বাভাস কি থাকছে সেটি জানা জরুরি। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের প্রদত্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে ১৮ই সেপ্টেম্বর ২০২৩ কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থেকে বিছিন্ন ভাবে মাঝেমধ্যে কয়েকটি অঞ্চলে আকস্মিক ভাবে মেঘলা আকাশ থাকবে। সামগ্রিক ভাবে তীব্র অস্বস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস।
⛅ সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ চোখে পড়বে সেই সঙ্গে বাড়বে ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম। রোদের নীচে দাঁড়ালে গা পুড়ে যাওয়ার মতো অনুভূতি হবে। 
⛈️ দুপুর থেকে বিকালের মধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসমস্ত এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেখানেই তীব্র থেকে তীব্রতর বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে খোলা আকাশের নিচে থাকবেন না।
🌡️ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩-৩৫°সে এর আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। রোদের তেজ ভীষণ থাকবে ও গুমোট গরম অনুভব হবে।
১৭/৯/২০২৩ (রাত্রি)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......