নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা পরবর্তী ২৪ ঘন্টায় আরো ঘনীভূত হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ১৯শে সেপ্টেম্বর ২০২৩ দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে মাঝেমধ্যে বয়ে যাচ্ছে দমকা থেকে ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকায় আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় মাঝেমধ্যেই ভারী বৃষ্টি নামতে পারে বয়ে যেতে পারে দমকা থেকে ঝোড়ো হাওয়া। পরিস্থিতি এমনি রয়েছে নিম্নচাপটি তৈরি হবার পরবর্তী ২৪ ঘন্টায় শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে যার জন্য দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ও ২৪ পরগণা জেলায়। নিম্নচাপের প্রভাবে ২০শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ভ্যাপসা গরম কমতে পারে সাময়িক সময়ের জন্য। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা - পশ্চিমবঙ্গ লাগোয়া সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসের সংক্ষিপ্তসার:
🌀 বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
⭐ আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।
🌧️ নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।
👉 নিম্নচাপটি ২০ থেকে ২১শে সেপ্টেম্বর ২০২৩ এর আশেপাশে ওড়িশা-বঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে।
🌧️ কলকাতা মেদিনীপুর হাওড়া হুগলি ২৪ পরগণা জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।।
🌬️ নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১৯ শে সেপ্টেম্বর ২০২৩ (দুপুর)
No comments:
Post a Comment