নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে আগামীদিনে বৃষ্টির সম্ভাবনা এক নজরে জেনে নিন ... - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 20, 2023

নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে আগামীদিনে বৃষ্টির সম্ভাবনা এক নজরে জেনে নিন ...

বর্তমানে ভারী বৃষ্টি উপভোগ করছে প্রায় সারা বাংলা । বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরে সারা বাংলা জুড়ে হচ্ছে ভালো পরিমাণে বৃষ্টি । বস্তুত বলা যায় আগস্টের শুরু থেকে সেপ্টেম্বরে শেষ পর্যন্ত প্রায় এই দু মাস দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত পেয়েছে। এই বৃষ্টিপাতের জেরে আগামী কাল মেঘলা আকাশ ও সাথে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জেরে ধস নামার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফলে সাধারণ জনগণ ও পর্যটকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বর্তমানে মৌসুমি অক্ষরেখার অবস্থান রয়েছে, মধ্যপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ ছত্রিশগড় ঝাড়খন্ড উড়িষ্যা এও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে । নিম্নচাপ কেটে যাওয়ার পরেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমবে না বরঞ্চ বাড়তে থাকবে এবং দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি , আর এক মাসের মধ্যেই পূজো অথচ এখনো বৃষ্টি কমেনি অনেকের মাথায় চিন্তার ভাঁজ পূজোয় আবহাওয়া কেমন থাকবে তা জানতে এবং নিয়মিত আবহাওয়া সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজ এবং ব্লগ ফলো করুন ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......