আগামীকাল গণেশ পুজো , আর গণেশ পুজো চলে আসা মানে এক কথায় পুজো চলে আসা , চলুন এক নজরে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক । - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 18, 2023

আগামীকাল গণেশ পুজো , আর গণেশ পুজো চলে আসা মানে এক কথায় পুজো চলে আসা , চলুন এক নজরে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক ।

আগামীকাল গণেশ পুজো , আর গণেশ পুজো চলে আসা মানে এক কথায় পুজো চলে আসা , চলুন এক নজরে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক । 
গণেশ পূজা মানেই পূজো পুজো আমেজ শুরু আজ বিশ্বকর্মা পুজো বস্তুত উৎসবের রঙে মেতেছে বাংলা আর কিছুদিনের মধ্যেই মর্তে আবির্ভাব হতে চলেছে দেবী দুর্গা মায়ের এবং আমরা সকলেই সেই প্রহরেই দিন গুনছি এবং সেই উৎসবের শুরু অর্থাৎ আগামীকাল গণেশ পুজোর দিনে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে একটি নিম্নচাপ রাজস্থানের উপরে অবস্থান করছে এবং মৌসুমী অক্ষরেখা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে , এছাড়াও একটি ঘূর্ণবাত্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপর যার জেরে আগামীকাল মূলত মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে সাথে বেলার দিকে বেশ কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থান বিশেষে কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে , তবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু তেমন বৃষ্টিপাত এর সম্ভাবনা নেই। আগামীকাল প্রায় সারা বাংলা তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি অবস্থান করবে ফলে বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে তবে হালকা বৃষ্টিপাত স্বস্তিদায়ক অনুভব হবে । আশা করি আজ বিশ্বকর্মা পুজোয় সকলে ভালোভাবে আনন্দে কাটিয়েছেন এবং আগামীকাল গণেশ পূজায় আপনারা সকলে পুজোর খুব ভালো থাকুন, আনন্দে কাটান এবং সুস্থ থাকুন এই কামনা করি আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্যের জন্যে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ব্লগে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......