২১শে সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব সংবাদদাতা: অক্টোবরের প্রথম ১৫ দিনের ভিতর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সাধারণত অক্টোবরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়া নতুন কিছু ব্যাপার নয় তবে নিম্নচাপ অক্টোবরে সৃষ্টি হলে ভারীবৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার দাপটে পুজোর বাজার কিছুটা পণ্ড হবার সম্ভাবনা থাকে। অক্টোবরের প্রথম ১৫ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে এবং তা ঘনীভূত হলে মৃৎশিল্পীদের এবং পুজোর বাজারে প্রভাব ফেলতে পারে। অক্টোবরে সৃষ্টি হতে চলা নিম্নচাপ সরাসরি বঙ্গোপসাগরে না তৈরি হয়ে আন্দামান সাগরে তৈরি হবার সম্ভাবনা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রয়েছে। যা পরবর্তী পর্যায়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অক্টোবরের প্রথম ১৫ দিনের ভিতর নিম্নচাপ সৃষ্টি হলে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের ভিতর যার প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরে সৃষ্টি হতে চলা নিম্নচাপ সম্পর্কে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল কি বলছেন জেনে নেওয়া যাক। অক্টোবর মাসের প্রথম ১৫ দিনের ভিতর মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারত সহ ভারতের বেশ কিছু অঞ্চল থেকে বিদায় নিতে পারে। এছাড়া ইণ্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করেছে যার জন্য সিস্টেম প্রথমত মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করায় ও সাগরের উইণ্ড শেয়ার কমে যাওয়ার জন্য নিম্নচাপ শ্লথ গতির হবার সম্ভাবনা রয়েছে এবং মন্থর গতির সিস্টেম শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনি বলা সম্ভব নয়। আপাতত এটুকু ধারণা করা হচ্ছে অক্টোবর মাসে আন্দামান সাগরে সিস্টেম তৈরি হতে চলেছে যার জন্য পুজোর আগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

No comments:
Post a Comment