উত্তরবঙ্গেও প্রভাব ফেলবে নিম্নচাপ। ভারীবৃষ্টির পর উত্তরবঙ্গ থেকে দ্রুত হারে বিদায় নেবে বর্ষা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 27, 2023

উত্তরবঙ্গেও প্রভাব ফেলবে নিম্নচাপ। ভারীবৃষ্টির পর উত্তরবঙ্গ থেকে দ্রুত হারে বিদায় নেবে বর্ষা।

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপ উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘটাতে চলেছে।১লা সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুর মালদা দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর মধ্যভারতের দিকে অগ্রসর হবেনা বরং ঝাড়খণ্ড ও বিহার হয়ে উত্তরবঙ্গমুখী হবার কারণে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হড়পাবান ও ভূমিধসের সম্ভাবনা থাকছে। তবে নিম্নচাপের ভারী বৃষ্টির পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে ফিরে আসবে রৌদ্রজ্জ্বল ঝকঝকে বৃষ্টিহীন আবহাওয়া কারণ নিম্নচাপের প্রভাব কাটলেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা।
২৭শে সেপ্টেম্বর ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......