আর কিছুদিন পরে পুজো তবুও বৃষ্টি রেশ যেন থামছে না এরই মাঝে পুজোর মাসে আগমন এক শক্তিশালী নিম্নচাপ যার জেলে প্রভাবিত হতে চলেছে প্রায় সমগ্র বাংলা । আজ থেকেই কলকাতাবাসী এই নিম্নচাপের প্রভাব পেতে শুরু করে দিয়েছে । উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আশঙ্কা করা যাচ্ছে যে এই নিম্নচাপ টি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং যার জেরে প্রভাবিত হবে বিস্তীর্ণ এলাকা । আজ উপকূলবর্তী জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং ক্রমশ তা আরো বাড়বে যত নিম্নচাপটি উপকূলের কাছাকাছি আসবে । আগামীকাল থেকে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় । যে সমস্ত অঞ্চলগুলিতে মূলত এই নিম্নচাপের চেয়ে হালকা থেকে মাঝারি কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেই জেলাগুলি হল কলকাতা দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা হাওড়া হুগলি এবং বিশেষত পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম । পশ্চিমবঙ্গের এই জেলাগুলি ছাড়াও উড়িষ্যা ঝাড়খন্ড ও বিহারেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের জেরে। নিম্নচাপটি ক্রমশ উত্তরের দিকে যেতে শুরু করলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে এবং পাহাড়ি অঞ্চলে ধস নামার মতো পরিস্থিতি দেখা দিতে পারে । এই নিম্নচাপের জেরে প্রভাবিত হবে উত্তর-পূর্ব ভারতের বেশকিছু রাজ্য । অর্থাৎ এক কথায় বলা যায় আগামী দুই থেকে তিন দিন কলকাতায় তার পার্শ্ববর্তী অঞ্চল এবং প্রায় সমগ্র দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টিপাত এবং তারপরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ফলে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে এবং এই রকম সময় ডেঙ্গির মতন ভয়াবহ মায়নশীল রোগের দেখা দিতে পারে তাই সকলকে অনুরোধ করা হচ্ছে তারা যেন বাড়ির আশেপাশে জমা জল জমতে না দেয় । এই নিম্নচাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের পেজে চোখ রাখুন ।
Friday, September 29, 2023
Home
Unlabelled
পুজোর মাসের শুরুতেই শক্তিশালী নিম্নচাপ , এই নিম্নচাপের প্রভাব বিস্তারিত জেনে নিন আমাদের এই ব্লগে ...
পুজোর মাসের শুরুতেই শক্তিশালী নিম্নচাপ , এই নিম্নচাপের প্রভাব বিস্তারিত জেনে নিন আমাদের এই ব্লগে ...
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......

No comments:
Post a Comment