বঙ্গোপসাগর ও আরব সাগর দুই সাগরের উপর অবস্থিত নিম্নচাপ কিরূপ প্রভাব ফেলছে তা এক নজরে জেনে নেওয়া যাক !? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, September 30, 2023

বঙ্গোপসাগর ও আরব সাগর দুই সাগরের উপর অবস্থিত নিম্নচাপ কিরূপ প্রভাব ফেলছে তা এক নজরে জেনে নেওয়া যাক !?

আজ প্রায় গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং তার প্রধান অন্যতম কারণ হচ্ছে বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ যা বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে আগামী দু-দিন পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপের পাশাপাশি আরব সাগরের উপরেও একটি নিম্নচাপ অবস্থান করছে যার জেরে গোয়া মহারাষ্ট্র কেরালা এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে। বর্ষা শেষের এই মৌসুমেও বৃষ্টি যেন হাল ছাড়তে চাইছে না বস্তুত বলা যায় উত্তর পশ্চিম ভারতে বর্ষার আর তেমন কোন চিহ্ন নেই তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আরব সাগরের উপকূলবর্তী এলাকায় এখনো বেশ ভালো রকমের বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে। এই নিম্নচাপের পরেই যে বৃষ্টি থেমে যাবে তা একেবারেই নয় কারণ আসন্ন একটি নিম্নচাপের জেরে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেখা যাবে। ঠিক এরকম সময় সারা বাংলা জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গবাসী তাই জমা জল জমতে না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং পরিবারে কারো জ্বর আসলে অতিশীঘ্রই ডক্টরে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টেস্টগুলো করিয়ে সঠিকভাবে নিয়ম অনুযায়ী চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনারা সকলে সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং পরবর্তী আবহাওয়া বিষয়ক প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজ এবং ব্লগে চোখ রাখুন ।

No comments:

Post a Comment