বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে।। সমগ্র বঙ্গজুড়ে ভারী বৃষ্টির ভ্রুকুটি উত্তর থেকে দক্ষিণে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, October 01, 2023

বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে।। সমগ্র বঙ্গজুড়ে ভারী বৃষ্টির ভ্রুকুটি উত্তর থেকে দক্ষিণে।

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তার সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তি ঘটবে, যার জন্য দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা নদিয়া ও মেদনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা থেকে মাঝেমধ্যে কোন কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা। যেহেতু ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে যার জন্য বৃষ্টি থেকে এখনই রেহাই মিটবে না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
১লা অক্টোবর ২০২৩

1 comment:

  1. Kobe Biday nebe borsha bankura theke ???
    Amader pujo maati kore debe ja dekhchi.
    Ektu details a bolle khub bhalo hoy.

    ReplyDelete