ইসরো এর চন্দ্র অভিযান এ আরো একটি মুকুট যুক্ত হল । ঠিক কি করলো ইসরো !? জানতে পড়ে নিন এই রিপোর্ট - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 04, 2023

ইসরো এর চন্দ্র অভিযান এ আরো একটি মুকুট যুক্ত হল । ঠিক কি করলো ইসরো !? জানতে পড়ে নিন এই রিপোর্ট

ইসরো এর চন্দ্র অভিযান এ আরো একটি মুকুট যুক্ত হল । ঠিক কি করলো ইসরো !? নতুন করে আবার আকাশে পাড়ি দিল বিক্রম lander এবং আবার অবতরণ করল সফলভাবে । আসলে চন্দ্রপৃষ্ঠের অবতরণের সময় বেশ খানিকটা জ্বালানি বেঁচে ছিল বিক্রম ল্যান্ডারের , সেই জ্বালানিকে কাজে লাগিয়েই নতুন করে আবার উড়ল বিক্রম ল্যান্ডার , ইসরো এর মাধ্যমে একটি ভিডিও জারি করে দেখানো হয়েছে কিভাবে চন্দ্রপৃষ্ঠে ধুলো উড়িয়ে বিক্রম ব্লেন্ডার আকাশে উড়ে ৪০ সেন্টিমিটার এগিয়ে আবার সঠিকভাবে অবতরণ করল । এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে সফল হবে অবতরণ তো আগেই করেছিল বিক্রম তাহলে নতুন করে আবার অবতরণের প্রয়োজন পড়লো কেন ? বস্তুত পরবর্তী যেকোনো মিশনে যদি আমরা স্যাম্পল রিটার্ন মিশন অথবা চন্দ্রপৃষ্ঠে মানব অভিযান চালাই তাহলে সে ক্ষেত্রে আমাদের সেখানে ল্যান্ড করে আবার ফিরে আসতে হবে সেই দিক থেকে এই পরীক্ষাটা ছিল খুবই গুরুত্বপূর্ন এবং বিক্রম ও প্রজ্ঞান এর সময় ক্রমশ ফুরিয়ে আসছে কারণ চন্দ্রপৃষ্ঠে নেমে আসতে চলেছে অন্ধকার সাথে ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি , সেই পরিস্থিতিতে বিক্রম আর প্রজ্ঞান আবার ১৫ দিন পর সুপ্ত দশা কাটিয়ে জেগে উঠবে কিনা সে বিষয়ে কারোরই সঠিক কোন ধারণা নেই। তাই শেষ দিনে চমক দিয়ে ইসরো এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিল । পরপর সফলভাবে সমস্ত অভিযান চালানোর জন্য আমরা ইসরো এর সমস্ত বৈজ্ঞানিক এবং কর্মচারীর প্রতি সত্যিই গর্বিত এছাড়াও তাদের অনেক শুভকামনা জানাই সফলভাবে সমস্ত মিশন পরিচালনার জন্য ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......