অতি ভয়াবহ বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গজুড়ে। বিক্ষিপ্ত ভাবে প্রবল বজ্রপাতের আশঙ্কা হুগলিতে।। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, September 02, 2023

অতি ভয়াবহ বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গজুড়ে। বিক্ষিপ্ত ভাবে প্রবল বজ্রপাতের আশঙ্কা হুগলিতে।।

নিজস্ব সংবাদদাতা: আগামী ৪৮ ঘন্টায় অতি ভয়াবহ বজ্রপাতের সতর্কতা জারি করা হলো ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা ও এর পাশাপাশি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় স্থানীয় ভাবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রকৃতি নিয়ে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল জানাচ্ছেন আগামী ৪৮ ঘন্টায় দিনের যেকোনো সময় বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। তবে সবচেয়ে বেশি বজ্রগর্ভ মেঘকোষ তৈরির ঝুঁকি থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও দুপুর থেকে বিকালের মধ্যে। বজ্রগর্ভ মেঘ সাধারণত পরিচলন পক্রিয়ায় তৈরির সম্ভাবনা রয়েছে তাই প্রয়োজন প্রচুর উত্তাপ ও জলীয় বাষ্পের সংযুক্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ ও পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা বাড়বে। দুপুর ও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তি, পরিমণ্ডল প্রচুর পরিমাণে উষ্ণ হয়ে ওঠা এর পাশাপাশি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার সক্রিয়তা বৃদ্ধির কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পরবর্তী পর্যায়ে দ্রুত হারে উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে (Vertical growth of CB)। সুউচ্চ ও শক্তিশালী বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয় ভাবে প্রবল বৃষ্টি ও তীব্র থেকে তীব্রতর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যাল জানাচ্ছেন সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গেই কমবেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে। যে সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবেনা সেখানে ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। আর যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘকোষ তৈরি হবে সেখানে বিপজ্জনক বজ্রপাত ও একনাগাড়ে দীর্ঘমেয়াদি ভারী বৃষ্টি জলাবদ্ধতা তৈরি করতে পারে। তাই আগামী ৪৮ বজ্রপাত থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে দেখলে নিরাপদ আশ্রয়ে চলে যান। বজ্রপাতের সময় খোলা আকাশের নীচে, গাছের নীচে, ধাতব বস্তুর সংস্পর্শে ও জলের সংস্পর্শে কখনোই থাকবেন না।
২রা সেপ্টেম্বর ২০২৩ (রাত্রি)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......