আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা এই উৎসবের মরশুমে আবহাওয়া কিরকম থাকবে চলুন তা জেনে নেওয়া যাক... - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, October 14, 2023

আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা এই উৎসবের মরশুমে আবহাওয়া কিরকম থাকবে চলুন তা জেনে নেওয়া যাক...

আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের শুরু এবং আজ থেকেই শেষ হলো আমাদের ৩৬৫ দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান । এরপর বাঙালির মনে বেজে উঠবে ঢাকের বাদ্যি । মায়ের আগমন তারপর লক্ষী পুজো , ভাই ফোঁটা , কালি পূজো অর্থাৎ উৎসবের মরসুম যাকে বলা চলে , এই উৎসবের মরশুমে মাতোয়ারা বাঙালি । এবং এই কদিন যেনো আবহাওয়া পরিষ্কার থেকে সেটাই সকলের একমাত্র চাওয়া কারণ এই কটা দিন একটু ভালো ব্যবসা করার আশায় অনেকে দিন গোনে এবং আমাদের জগৎ জননী মা তার সন্তানের কথা শুনবে না তা কি করে হয় ? তাই আগামী দিনে পুজোর মরশুমে আবহাওয়া পরিষ্কার থাকবে । হয়তো দুপুরে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যার জেরে ভালো রকমের গরম অনুভূত হবে কিন্তু বিকেল বাড়ার সাথে সাথেই মনোরম আবহাওয়া তৈরি হবে ঘোড়ার জন্যে । তাই সকলে পুজোর প্রতিটি দিন প্রচুর আনন্দ করুক , মজা করুক আর সুখে আনন্দে দিন কাটাক এটাই সকলের চাওয়া । আর তো কিছুদিনের অপেক্ষা , মা আসছেন আমাদের মাঝে তাই বলো দুগ্গা মাইকি ...... জয় । 🙏🏻। আর যেকোনো ধরনের আবহাওয়ার পূর্বাভাস সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......