আগামীতে উৎসবের মৌসুমে ঠান্ডার কিরূপ প্রভাব লক্ষ্য করা যাবে তা এক নজরে জেনে নেওয়া যাক... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, October 29, 2023

আগামীতে উৎসবের মৌসুমে ঠান্ডার কিরূপ প্রভাব লক্ষ্য করা যাবে তা এক নজরে জেনে নেওয়া যাক...

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে, আশা করি সকলের পুজো খুব আনন্দ সহকারে কেটেছে ও আগামী উৎসবে দিনগুলো যেন সকলে ভালোভাবে কাটাক সেই কামনাই করি , মা চলে গেছেন আবার আগামী বছরের জন্য অপেক্ষা আর কিছু দিনের মধ্যেই কালীপুজো দিওয়ালি ধনতেরাস ছট পুজো অর্থাৎ পুজোর মৌসুম এখনো শেষ হয়নি তবে এ বছরে নির্বিঘ্নে দুর্গাপুজো কেটেছে এবং এরকম নির্বিঘ্নে বাকি মৌসুমের দিনগুলো কাটুক সেটাই সকলের কামনা । তাই বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী বেশ কিছুদিন কোনো রকম কোনো ভারী দুর্যোগের আশঙ্কা এই মুহূর্তে বাংলায় নেই , শীতের জন্য তাপমাত্রার পারদ ক্রমশ নামছে এবং এখনো পর্যন্ত উত্তরবঙ্গে সর্বনিম্ন দার্জিলিং এ ১০ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গে মুকুটমণিপুরে ১৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা গেছে , আগামী দিনে তাপমাত্রা পারদ আরো বেশ খানিকটা নামবে বলে আশঙ্কা করা হচ্ছে । তবে আগামী দিনে পশ্চিমবঙ্গে গড় তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি। দুপুর নাগাদ রোদ পরলেও বর্তমানে রোদের তেজ সেরকম অনুভূত হচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে শীতকাল দরজায় কড়া নাড়ছে । বর্তমানে শহরাঞ্চলের সেরকম ভাবে ঠান্ডা অনুভূত না হলেও একটু খোলা এলাকায় রাতের দিকে তাপমাত্রা পারদ বেশ খানিকটা নামছে। খুব বেশি শীত খুব বেশি গরম আবার খুব বেশি বৃষ্টিপাত কোনটাই বাঙালির পছন্দ নয় তাই এই মৌসুমে কিরকম শীত পড়বে সেদিকেই চোখ বাঙালির , এই মৌসুমে যেরকম এল নিনোর প্রভাবে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির জন্য অস্বস্তিকর গরম সহ্য করেছে বাঙালি আবার ঠিক তেমনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বেশ ভাল রকম বৃষ্টিপাত পেয়েছি এ বছর আমরা , এবং সকল পরিস্থিতি বিচার বিবেচনা করে মনে করা হচ্ছে যে এ বছর বেশ ভালো পরিমানে শীত পড়তে পারে পশ্চিমবঙ্গে । তবে বর্তমানে এই পুজোর মৌসুমে দুর্যোগহীন আবহাওয়া থাকায় সকলে প্রচুর পরিমাণে আনন্দ করুন সুস্থ থাকুন , এটাই একান্ত কাম্য । আর প্রতিনিয়ত আবহাওয়া সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......