ডিসেম্বরের শুরুতে কড়া ঠাণ্ডা নাকি কড়া নিম্নচাপের আশঙ্কা বঙ্গে?? জানুন বিস্তারিত।। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, November 20, 2023

ডিসেম্বরের শুরুতে কড়া ঠাণ্ডা নাকি কড়া নিম্নচাপের আশঙ্কা বঙ্গে?? জানুন বিস্তারিত।।

নিজস্ব সংবাদদাতা: নভেম্বর প্রায় শেষ হতে চলল দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শীত শুরু হয়নি। যা মাঝেমধ্যে আসছে সেটা শীতের আমেজ তাকে কতটা শীত বলা যায় তা নিয়ে সন্দেহ আছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ১৯-২০°সে হলে সেটা শীতের আমেজ একের পর এক বঙ্গোপসাগরে তৈরি হয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ ও বৃষ্টি পেলেও উল্লেখযোগ্য ভাবে নামতে পারছেনা রাতের তাপমাত্রা। অন্যদিকে মাঝেমধ্যেই উত্তর পশ্চিম ভারতে হানা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাবে শীতের আমেজ এলেও জাকিয়ে শীত পড়ছেনা। অন্যদিকে ডিসেম্বরের শুরুতে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে যদি এই নিম্নচাপ তৈরি হয় বা নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসে তখন দক্ষিণবঙ্গে আবার বাড়বে তাপমাত্রা। তবে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটি শীতের আমেজের স্পেল আসছে যেখানে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৫-১৭°সে এর আশেপাশে।।
২০শে নভেম্বর ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......