নিজস্ব সংবাদদাতা: একের পর এক নিম্নচাপ যেন পিছু ছাড়তে চাইছেনা পশ্চিমবঙ্গের। নভেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশে চলে গেলেও ফের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। বিগত বছরগুলোতে এই নিম্নচাপ গুলি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হলেও ২০২৩ সালে উচ্চচাপ ও পশ্চিমা জেট বাতাসের গতিপথ পরিবর্তন হবার জন্য নিম্নচাপগুলি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ রিকার্ভিং প্রবণতা বাড়ছে। আপাতত ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে যা পরবর্তী পর্যায়ে উত্তর পশ্চিম বা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার পর উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী জানানো হচ্ছে। নিম্নচাপটি বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। যারজন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে। একের পর এক বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে নামতে পারছেনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই কারণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে তবে ২৩শে নভেম্বর থেকে পরবর্তী ৫ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩°সে হ্রাস পেতে পারে। তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নিম্নচাপের প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
২১শে নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment