শীত কবে পড়বে ? শীতের কিরূপ প্রভাব লক্ষ্য করা যাবে আগামী দিনে তা এক নজরে জেনে নেওয়া যাক.... - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 22, 2023

শীত কবে পড়বে ? শীতের কিরূপ প্রভাব লক্ষ্য করা যাবে আগামী দিনে তা এক নজরে জেনে নেওয়া যাক....

শীত কবে পড়বে আদৌ শীত পড়বে তো এটাই এখন প্রশ্ন সকলের মনে ? এবছর নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আসতে চলল তবু দেখা নেই শীতের , এখন অব্দি লেপ কম্বলের দেখা মেলেনি কারোর বাড়িতে , আতু লেপ-কম্বল বার করতে হবে কিনা এ বছর সেটা নিয়ে আশঙ্কা জোগাচ্ছেন অনেক বাসিন্দা । তবে সকলের আশঙ্কাকে কাঁধে তুলে এবার আসতে চলেছে শীত আসংখ্যা করা যাচ্ছে যে আগামী ২৪ তারিখে পর থেকে বঙ্গে বেশ ভালো রকম জাকিয়ে শীত পড়ার মতন পরিস্থিতি লক্ষ্য করা যাবে । বিশেষ করে তাপমাত্রা নামতে চলেছে ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলিতে , রাতের দিকে তুলনামূলক ফাঁকা অঞ্চলে বেশ হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করা যাবে । উত্তরবঙ্গের ও তাপমাত্রা পারদ ক্রমশ নামতে চলেছে । পাহাড়ি অঞ্চলে ভোরের দিকে কখনো কখনো ৭-৮ ডিগ্রীর কাছাকাছি পারদ নামতে চলেছে । তাই আপনারা আপনাদের লেপ কম্বলকে রোদে বার করে রাখুন কারণ আগামী দিনে এর দরকার অবশ্যই পড়বে এবং আবহাওয়া পরিবর্তনের এই সময় সকলের সুস্থ থাকুন কারণ ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশির মতন অসুখ- লক্ষ্য করে যাচ্ছে তাই সকলের সুস্থ থাকুন এবং আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......