আর দুদিন পরেই কালীপুজো , মায়ের পুজোর দিনে আবহাওয়ার পরিস্থিতি এক নজরে জেনে নেওয়া যাক .... - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, November 09, 2023

আর দুদিন পরেই কালীপুজো , মায়ের পুজোর দিনে আবহাওয়ার পরিস্থিতি এক নজরে জেনে নেওয়া যাক ....

আর মাত্র দুদিন আর তারপরেই মায়ের পুজো , দুর্গাপুজোর পর বাংলার সব থেকে বড় উৎসব বললেও ভুল হবেনা । কালীপুজো দিওয়ালি ধনতেরাস প্রায় পর পরই থাকে এবং এই কদিন উৎসবে আনন্দে মেতে থাকে প্রায় গোটা বাংলা তথা ভারত । অন্যান্য বেশ কিছু বছর আগে আমরা লক্ষ্য করতাম কালীপূজায় বেশ জাকিয়ে শীত পড়ার মতন পরিস্থিতি তবে বর্তমানে বেশ কিছু বছর কালীপূজায় সেরকম শীত আমরা লক্ষ্য করতে পারছিনা এবং এ বছর তো যেন কোন ঠান্ডা নেই । তবে গ্রামাঞ্চলে বা কোন ফাঁকা জায়গায় রাতের দিকে কিন্তু মোটামুটি ঠিকঠাক রকমের ঠান্ডা অনুভব করা যায় যেহেতু বর্তমানে আর তেমন কোন বড় রকমের দুর্যোগের আশঙ্কা নেই আগামী কিছুদিন তাই কালিপুজোর দিন অর্থাৎ ১২ ই নভেম্বর রাত্রে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে তাপমাত্রা থাকবে ২০-২১ ডিগ্রীর কাছাকাছি এবং তুলনামূলক গ্রামাঞ্চলের দিকে রাতের বেলা তাপমাত্রা নামবে ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি এবং দিনের বেলা তাপমাত্রা লক্ষ্য করা যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । তাই বলা যেতে পারে যে আগামী সপ্তাহে কালীপুজো নাগাদ আমরা মনোরম আবহাওয়া লক্ষ্য করতে চলেছি যার ফলে আমাদের খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম কোনটারই অনুভূতি সেরকম হবে না । তবে আবহাওয়া পরিবর্তনে এই সময় অনেকের বাড়িতে জ্বর সর্দি কাশির মতন শরীর খারাপ লক্ষ্য করা যাচ্ছে যার জন্য সকলে সাবধান থাকুন এবং মশার কামড়ে এড়িয়ে চলুন কারণ ডেঙ্গির প্রকোপ এখনো কিন্তু কমেনি । পরিশেষে বলা যেতে পারে যে উৎসবে দিনগুলিতে সকলে প্রচুর আনন্দ করুন নিজের পরিবার এবং নিজের কাছের মানুষের সাথে সময় কাটান এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে ।

No comments:

Post a Comment