ক্রমশ বাড়ছে শীত , আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি কিরূপ থাকবে তা একনজরে জেনে নেওয়া যাক - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 10, 2023

ক্রমশ বাড়ছে শীত , আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি কিরূপ থাকবে তা একনজরে জেনে নেওয়া যাক

বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমানে বেশ ভালোই শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিগত দিনে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের মাধ্যমে পশ্চিমবঙ্গে কন কনে শীতের অনুভব পাওয়া যাচ্ছে । বর্তমানে পশ্চিমবঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার উপর করা যাচ্ছে ১৫ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ২৩ থেকে ২৫ ডিগ্রীর কাছাকাছি। কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের জেলাগুলিতে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ১২-১৪ ডিগ্রির কাছাকাছি এবং উত্তরের হাওয়া ক্রমশ ঢোকার ফলে আগামী দিনে তাপমাত্রা পারদ আরো বেশ কিছুটা নিচে নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী দিনে কোনরকম কোন দুর্যোগের আশঙ্কা নেই তবে অসময়ে বৃষ্টির ফলে ফসলে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে প্রচুর চাষীরা। তার ফল স্বরূপ আগামী দিনে শাক সবজির দাম বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের মালভূমির খুব কাছে থাকার জন্য বাঁকুড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ুর প্রভাব বেশি লক্ষ্য করা যায় । অপরদিকে ভারতের উত্তরে সমস্ত রাজ্যে বরফপাত শুরু হয়ে গেছে । আগামী দিনে তাপমাত্রা পারদ আরো নামতে চলেছে ফলে যে সমস্ত পর্যটকরা আগামীদিনে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাচ্ছেন তারা বরফ পাত পেতে পারেন এছাড়া আগামী দিনে আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ

No comments:

Post a Comment