Saturday, December 16, 2023
আগামী দিনে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস কিরকম থাকবে তা চলুন জেনে নেওয়া যাক....
বর্তমানে প্রায় সারা বাংলা জুড়েই ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে , আগামী দিনে এই তাপমাত্রা পারদ আরো বেশ খানিকটা নিচে নামতে চলেছে। বর্তমানে বঙ্গোপসাগরে শ্রীলংকার কাছে একটি ঘূর্ণবাত্তের অবস্থান রয়েছে যার জায়গায় দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য যেমন তামিলনাড়ু কেরালা কর্নাটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতবর্ষে বাকি কোন অঞ্চলে তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে নেই তবে উত্তরের দিকে রাজ্য তথা কাশ্মীর লেহ লাদাখ সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বাংলার ক্ষেত্রে আসি তবে দার্জিলিং এ আমরা বেশ ভালো রকমের ঠান্ডা অনুভব করতে পারবো। এবং দার্জিলিং ছাড়াও পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে বেশ ভালো রকম শীতল আমেজ লক্ষ্য করতে পারছি। এবং আগামী দিনে যেহেতু কোন দুর্যোগের সম্মাননা নেই তাই এই বছরের শেষে দিনগুলিতে আপনার নিজের কাছের মানুষদের সাথে সময় কাটান আনন্দ করুন এবং নতুন বছর আসতে চলেছে তাই কিছু খুশির মুহূর্তের মাধ্যমে এই বছরটি শেষ করুন আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।
No comments:
Post a Comment