আগামীকাল বড়দিন অর্থাৎ ক্রিসমাস এবং এই উৎসবের দিনগুলিতে আবহাওয়ার কিরকম পরিস্থিতি থাকবে তা এক নজরে জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 24, 2023

আগামীকাল বড়দিন অর্থাৎ ক্রিসমাস এবং এই উৎসবের দিনগুলিতে আবহাওয়ার কিরকম পরিস্থিতি থাকবে তা এক নজরে জেনে নেওয়া যাক ...

যেমনটা আমাদের তরফ থেকে কিছুদিন আগে জানানো হয়েছিল পোস্ট এবং ব্লগের মাধ্যমে সেই খবর সত্য প্রমাণ করে আজ মরসুমের প্রথম কুয়াশা দেখা দিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে । আগামীকাল বড়দিন অর্থাৎ ক্রিসমাস তাই সকলে আগামীকাল এই উৎসবের দিনে আনন্দ সহকারে পরিবার ও নিজের কাছের মানুষের সাথে সময় কাটান এটাই একান্ত কাম্য। তবে আজকের মতন আগামীকালও সকালে কুয়াশার ঘন চাদর লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাবে এবং রোদের ঝলকানি দেখা দেবে যার ফলে এক মনোরম পরিবেশ তৈরি হবে তবে সমস্ত চালক তাদের অনুরোধ জানাচ্ছি তারা যেন সকালবেলা অতি সাবধানে গাড়ি চালান এবং আগামীকাল আবহাওয়া মনোরম থাকার দরুন বিভিন্ন দ্রষ্টব্য স্থানে মানুষের ভিড় এবং কোলাহল জমবে । শুধু আগামীকালই নয় বলে যেতে পারে বছর শেষে এই সাতটি দিন মানুষের কাছে বড়ই গুরুত্বপূর্ণ এবং বলা যায় একপ্রকার উৎসবের সময়ও এই সময় বিভিন্ন দ্রষ্টব্য মানুষ ভিড় করে। কিন্তু যদি আবহাওয়া অনুকূল না থাকে তবে সমস্তটাই মাটি হয়ে যায়। তবে এবারে সেরকম কোন দুর্যোগের আশঙ্কা নেই আপনারা আগামী সাত দিনই আনন্দ সহকারে এই উৎসবের দিনগুলি কাটাতে পারবেন তবে হ্যাঁ সকালের দিকে বেশি জোরে গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয় কারণ তা  দূর্সযগের সম্ভাবনা ডেকে আনে তাই সে কথা মাথায় রেখে সকলে ভালো ভাবে আনন্দ করুন আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।

No comments:

Post a Comment