বাড়বে শাকসবজি ও ফসলের দাম। আলু ও কপির দাম হবে আকাশ ছোঁয়া অসময়ের মেঘবৃষ্টির জন্য। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 05, 2023

বাড়বে শাকসবজি ও ফসলের দাম। আলু ও কপির দাম হবে আকাশ ছোঁয়া অসময়ের মেঘবৃষ্টির জন্য।

নিজস্ব সংবাদদাতা: প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হচ্ছে তবে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও থেকে যাবে নিম্নচাপ। এই নিম্নচাপ ও নিম্নচাপের প্রভাবে তৈরি হয়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী ৭২ ঘন্টায় হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ২৪ পরগণা সহ সমগ্র দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যাবে। মেঘলা আকাশ বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে তৈরি হবে শীতল ও আদ্র আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা নেমে যেতে পারে ২১-২৩°সে এর আশেপাশে। এই ধরনের আদ্র আবহাওয়ার কারণে আলু ও শীতকালীন শাকসবজিতে পোকা ও ছত্রাক লাগার সম্ভাবনা উল্লেখযোগ্য পরিমাণে থাকবে। তার পাশাপাশি বৃষ্টির কারণে ফসল পচে যাওয়া ও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকালীন শাকসবজির পাতা ও শিকড় পচে যেতে পারে। আলু, কপি, বাদাম, গাজর, বিট, বেগুন, মূলা, লঙ্কা সহ বিভিন্ন সব্জিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ভালোই হবে যারজন্য আলু সহ শীতকালীন শাকসবজির দাম আকাশছোঁয়া হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ, অক্ষরেখা ও সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে ৬ থেকে ৮ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে।৯ই ডিসেম্বর ২০২৩ থেকে সমগ্র দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া শুরু হবে। বাড়বে ঠাণ্ডা।
৫ই ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment