৭ই ডিসেম্বর ২০২৩
Thursday, December 07, 2023
মহেশতলায় বৃষ্টি, সান্দাকুফ ঢাকলো বরফে। কবে থেকে পড়বে জাকিয়ে শীত খবর চলে এলো হাতে।
নিজস্ব সংবাদদাতা: পূর্বে আমাদের তরফ থেকে ঠিক যেমনটা বলা হয়েছিল ঠিক তেমনি গতকাল রাত থেকে আজ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । এই বৃষ্টিপাতের ফলে ফসলের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে । অসময়ের এই বৃষ্টিতে চাষীদের চাষাবাসে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে । এখন সবার প্রশ্ন হল যে বৃষ্টি থামবে কবে ? উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বলা যায় যে এই বৃষ্টি মূলত আজকেই নিজের সর্বোচ্চ প্রভাব ফেলেছে এবং আগামীকাল আশা করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আর সেরকম কোন সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত এর সম্ভাবনা আগামীকাল থেকে থাকছে না এবং আর দুদিন পর আমরা রোদ ঝলমল আকাশ লক্ষ্য করতে পারবো এবং তখন থেকে আমরা তাপমাত্রা পারদ বেশ খানিকটা নিচে নামার আশঙ্কা করছি যার জন্য আগামী দিনে মোটামুটি হবে বলা যেতে পারে যে ১০ই ডিসেম্বরের পর থেকে আমরা পশ্চিমবঙ্গ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নিচে নামার জন্য বেশ ভালো রকমের ঠান্ডা অনুভব করতে পারব ।
No comments:
Post a Comment